নিজস্ব প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল শুক্রবারের মধ্যেই ঘোষণা করতে হবে, না হলে কঠোর অবস্থান নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “আমরা স্পষ্ট করে জানাচ্ছি—আজকের মধ্যে যদি ভোট গণনা শেষ না হয় এবং ফল ঘোষণা না করা হয়, আমরা সর্বোচ্চ অবস্থান নেব। কোনোভাবেই নির্বাচন বানচালের চেষ্টা সফল হতে দেওয়া হবে না।”
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি-সমর্থিত শিক্ষক ও ছাত্রদল নেতারা নানা অজুহাতে ভোট গণনা প্রক্রিয়া স্থগিতের ষড়যন্ত্র করছেন। ওএমআর পদ্ধতি বাদ দিয়ে ম্যানুয়াল গণনা করার সিদ্ধান্তকে তিনি ‘অযৌক্তিক ও অমানবিক’ বলে উল্লেখ করেন।
মাজহারুল ইসলাম আরও বলেন, ভোটগ্রহণের দিন অব্যবস্থাপনা ও অনিয়মের সঙ্গে যুক্ত হয়েছিল ছাত্রদলের আগ্রাসী কর্মকাণ্ড, যা নির্বাচনি পরিবেশকে বাধাগ্রস্ত করেছে। তিনি অভিযোগ করেন, কিছু শিক্ষক ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে জটিল করে তুলছেন।
তিনি বলেন, “এই ক্যাম্পাস কোনো শিক্ষকগোষ্ঠীর নয়, কোনো রাজনৈতিক দলেরও নয়। শিক্ষার্থীরা ৩৩ বছর পর জাকসু নির্বাচন পেয়েছে। তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে।”
উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ওএমআর পদ্ধতিতে ভোট গণনার পরিকল্পনা থাকলেও ছাত্রদলসহ কয়েকটি প্যানেলের আপত্তির কারণে তা ম্যানুয়ালি করা হচ্ছে। এ কারণে ২০ ঘণ্টা পার হলেও এখনো হল সংসদের ভোট গণনা শেষ করতে পারেনি নির্বাচন কমিশন।