১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফুল দিতে না দেয়ায় বিএনপি কর্মীকে বেধরক পিটিয়ে জখম

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইসচেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সৈয়দ জাকির হোসেন ওয়াসিমকে বেধরক পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের একটি চক্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুমকি একে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে ফুল নিয়ে প্রবেশ করলে আলতাফ হোসেন চৌধুরী ‘আ.লীগ ট্যাগিং’ এর কারণে ফুল গ্রহণে অসম্মতি জানান। এ ঘটনার জেরে চৌধুরীর সমর্থক স্থানীয় বিএনপিকর্মী ওয়াসিমকে দায়ী করা হয়। পরে অনুষ্ঠান শেষে জলিশা গ্রামের শামীম মীরা (৪০), রিয়াদ মীরা (৩০), রাফি হাওলাদার (৩১) ও মেহেদী মীরা (২৭)সহ কয়েকজন যুবক ওয়াসিমের ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।আহত ওয়াসিমকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরে তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওয়াসিম অভিযোগ করে বলেন, হামলাকারীরা আগে আ.লীগের ঘনিষ্ঠ ছিল, এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top