মোঃ মাঈনুউদ্দিন বাহাদুর, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানায় দায়ের করা শিশু ধর্ষণ ও অপহরণ মামলার প্রধান আসামি মো. শাহিন আলম (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবিদ্বার সার্কেল মো. শাহিনের নির্দেশে এসআই মো. জাহাঙ্গীর সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তারকৃত শাহিন আলম কসবা উপজেলার কায়েমপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি ২০২৫ বিকেল ৫ টার দিকে কসবা থানার খাদলা এলাকায় মামলার ৭ নম্বর আসামি নিলুফা আক্তারের (৪০) বাড়িতে ১৮ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করেন শাহিন আলম। নিলুফা আক্তার, যিনি শাহিনের খালা, তার সহযোগিতায় শাহিন ভুক্তভোগী তরুণীকে স্ত্রী পরিচয় দিয়ে ঘরে নিয়ে যায় এবং সেখানে ঘটনাটি ঘটে।
এরপর ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন ও অপহরণ আইনে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলার বাদী বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা।
এএসপি দেবিদ্বার সার্কেল মো. শাহিন জানান, ঘটনার পর থেকে আসামি পলাতক ছিলেন। আজ তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মামলার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।