১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রত্যাহার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম (বিপি-৮০০৬১২৮২৫৭) কে প্রত্যাহার করা হয়েছে। থানা থেকে প্রত্যাহার করে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের অপরাধ শাখার পুলিশ পরিদর্শক (ক্রাইম) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন (বিপি-৮২১১১৩৯০৮৮) কে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বদলী করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম এক অফিস আদেশে এ বদলীর আদেশ প্রদান করেছেন।

জানা গেছে, গত ২৩ আগস্ট মারা যান গোয়ালন্দের নুরুল হক ওরফে নুরাল পাগলা। এরপর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দেন এবং কবরের উপরের ১০-১২ উঁচু একটি স্থাপনা নির্মাণ করা হয় যা সৌদি আরবের মক্কায় অবস্থিত মুসলমানদের কেবলা কাবা শরীফে মতো দেখতে। তাই এ নিয়ে আপত্তি জানাচ্ছিলেন স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানগণ। এ নিয়ে বেশ কয়েকদিন ধরে সেখানে উত্তেজনা বিরাজ করছিল। পরে শুক্রবার জুমার নামাজের পর ইমান আক্বিদা রক্ষা কমিটির ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। গত ০৫ সেপ্টেম্বর তারা দরবারে হামলা চালান এবং দরবারের ভেতরে থাকা নুরাল পাগলের কবর ভেঙে দেন। সেই সঙ্গে কবর থেকে মরদেহ উত্তোলন করে তা পুড়িয়েও দেন। দরবারে হামলা, লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। রাসেল মোল্যা নামে একজন নিহত হয়। গোয়ালন্দ থানা পুলিশের উপরে হামলা, পুলিশের গাড়ি ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় গোয়ালন্দ থানা পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ০৮ সেপ্টেম্বর নিহত রাসেলের পিতা আজাদ মোল্যা বাদী হয়ে অজ্ঞাতনামা ৩৫০০-৪০০০ জনকে আসামী করে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় এ পর্যন্ত ৬ জন গ্রেপ্তার হয়েছে।

এ বিষয়ে জানতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, দাপ্তরিক কাজের প্রয়োজনেই গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জকে বদলী করা হয়েছে। এটা প্রত্যাহার নয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top