রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতাঃ
ঈশ্বরদীতে হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডল এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঈশ্বরদী উপজেলার ১নং সাঁড়া ইউনিয়নের আরামবাড়িয়া বাজারস্থ ইউনিয়ন বিএনপি’র কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রকৌশলী আব্দুল্লাহ্ আল-মামুন জনি। তিনি হাক্কে মন্ডল বাহিনীর হামলায় গুরুতর আহত যুবদল নেতা মনোয়ারুল ইসলাম হিটলারের ছোট ভাই।
লিখিত বক্তব্যে প্রকৌশলী আব্দুল্লাহ্ আল-মামুন জনি অভিযোগ করেন, গত ৯ সেপ্টেম্বর হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডলের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বড় ভাই যুবদল নেতা মনোয়ারুল ইসলাম হিটলারকে হত্যার উদ্দেশ্যে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে এলোপাথারী মারপিট করে গুরুতর আহত করে। সেই খবর পেয়ে তার পরিবার ও বংশের লোকজন হিটলারকে উদ্ধারের জন্য হাক্কে মন্ডলের বাড়ির দিকে এগিয়ে গেলে তাদের উপর হামলা ও কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে কনক মন্ডল ও তাঁর বাহিনীর সদস্যরা। এই ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আমার ভাই মনোয়ারুল ইসলাম হিটলার, সাঁড়া ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবির হাসান মামুন, যুবদল নেতা সোহান পারভেজ বিপু, শিহাব হাসান ও শিমুল এর নামে থানায় উল্টো মাদক ব্যবসা ও হামলার মিথ্যা অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করে হাসিবুর রহমান হাক্কে মন্ডল ও তার সন্ত্রাসী ছেলে কনক মন্ডলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ উত্থাপন করেন।
আয়োজিত সংবাদ সম্মেলনে সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আক্কাস আলী খাঁন, বিএনপি নেতা ফিরোজ ইফতিখার পাপ্পা, নাবিক মন্ডল, যুবদল নেতা আবির হাসান মামুন, যুবদল নেতা সোহান পারভেজ বিপুসহ শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।