খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
ভোলার তজুমদ্দিন উপজেলায় ওএমএস আটা সংক্রান্ত প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন চাঁদপুর ইউনিয়নের ডিলার বাচ্চু তালুকদার (আবু তাহের তালুকদার)।
ডিলার বাচ্চু তালুকদার বলেন, গত ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খান ফ্লাওয়ার মিলস থেকে আটা পরিবহনের সময় ট্রাকচালকের সঙ্গে কথা-কাটাকাটির একটি ঘটনা ঘটেছিল। পরবর্তীতে মিল মালিক জামাল খান স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করান।
তিনি আরও অভিযোগ করেন, “আমি দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে আটা বিক্রি করে আসছি। অথচ আমাকে কালোবাজারে বিক্রির প্রস্তাব দেওয়ার মতো ভিত্তিহীন অভিযোগে জড়িয়ে সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।”
বাচ্চু তালুকদার জানান, ঘটনাস্থলে ফুড অফিসের কর্মকর্তা আলমগীর, শ্রমিক এবং শতাধিক ক্রেতা উপস্থিত ছিলেন। তিনি বলেন, “যদি কোনো অনিয়ম হয়ে থাকে, তাহলে তার সুষ্ঠু তদন্ত হোক। কিন্তু উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা সংবাদ আমি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।”
তিনি আরও যোগ করেন, “যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, আমি তা মেনে নেবো। তবে যেটা প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।