১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গোমস্তাপুরে বিএনপির ৩১ দফার গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করলেন ড. এস. এ. অপু

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির ৩১ দফা বাস্তবায়নে গনসংযোগ করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক ড. এস এ অপু।

শনিবার বিকেলে গোমস্তাপুর উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মোটরসাইকেল শোডাউন করেন তিনি। বিভিন্ন হাট-বাজারে ঘুরে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়, মতবিনিময় করে দলীয় কর্মীদের সাথে আলোচনায় অংশ নেন বিএনপির এই নেতা। এ সময় ডঃ এস এ অপু মানুষের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে এবং তাদের পাশে থেকে সমাধানের প্রতিশ্রতি দেন এবং দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার সারমর্ম উপাস্থাপন করেন।

ড. এস এ অপু বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ বিনির্মাণের জন্য যে ৩১ দফা উপস্থিাপিত করছেন আমরা তা বাস্তাবায়ন করার জন্য কাজ করছি। ৩১ দফায় যে বার্তাগুলো আছে তা আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগনের সামনে তুলে ধরবেন। এই বাংলাদেশে যে ফ্যাসিবাদ ১৭ বছর মাথাচাড়া দিয়ে উঠেছিলো সেই শেখ হাসিনা এখন দেশ ছেড়ে পালিয়েছে। এখন আমাদের এই দেশ পুনর্গঠন করতে হবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top