মানাফি ইসলাম নাজমুল, বরগুনা প্রতিনিধি:
আমতলীর হলদিয়া ইউনিয়নের উত্তর তক্তাবুনিয়া গ্রামে কেরাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। শনিবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হলদিয়ার দাদন শরীফ মাদ্রাসা সংলগ্ন জামাল রাড়ীর দোকানে কেরাম খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে চৌকিদার বংশ এবং মীরা বংশের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত।
হামলায় গুরুতর আহত আমির হামজা (৩৫) পিতা- আব্দুল মোতালেব, মো: রফিক (৪০) পিতা-আব্দুল মোতালেব, আলমাস মীর(৬০) পিতা-মৃত কাসেম মীর, নাসির মীর পিতা-মৃত রুস্তম আলী, আরাফাত(১৮)পিতা- হানিফ মীর, শামীম মীর(৩০) পিতা-মোস্তফা মীর প্রমুখ।
আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।