১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ডিমলায় মোবাইল কোর্ট: মিনি পেট্রোল পাম্পে জরিমানা ও বন্ধের নির্দেশ

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় জননিরাপত্তা ও জনস্বার্থ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) ডিমলা সদর ইউনিয়ন ও খগাখড়িবাড়ি ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির। কোর্ট পরিচালনায় সহযোগিতা করে ডিমলা থানা পুলিশের একটি চৌকস টিম।

অভিযানে প্রথমে ডিমলা সদর ইউনিয়নে বিস্ফোরক পরিদপ্তর, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ও পরিবেশ অধিদপ্তরের অনাপত্তিপত্র (এনওসি) ছাড়াই মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্ট আইন ২০০৯-এর আওতায় সতর্কতামূলকভাবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে খগাখড়িবাড়ি ইউনিয়নে অত্যন্ত বিপদজনকভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা ও জনসাধারণের নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় একটি পাম্প বন্ধের নির্দেশ প্রদান করা হয়। একই ইউনিয়নে রাস্তায় জায়গা দখল করে ঝুঁকিপূর্ণভাবে ব্যবসা পরিচালনার অপরাধে দুই ব্যবসায়ীকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ অনুযায়ী ৪ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রওশন কবির বলেন, “জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধভাবে বিপদজনক ব্যবসা পরিচালনা বা জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

নীলফামারী জেলা প্রশাসন জানায়, জনস্বার্থে ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top