নিজস্ব প্রতিনিধি:
এশিয়া কাপে টিকে থাকার স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। আজকের ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের। হারলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হবে, আর জিতলেও টিকে থাকতে হলে বড় ব্যবধানে জিততে হবে।
হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে পরিবর্তন এনে বিশ্রামে রাখা হয়েছিল তাসকিন আহমেদকে। আজ আফগানিস্তানের বিপক্ষে তাসকিন ফিরছেন একাদশে, ফলে ছিটকে যেতে পারেন শরিফুল ইসলাম। পেস আক্রমণে মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিবের সঙ্গে থাকবেন তাসকিন।
ব্যাটিং অর্ডারের প্রথম তিন পজিশন অপরিবর্তিত থাকছে। তবে চার নম্বর জায়গায় তাওহিদ হৃদয়ের পরিবর্তে সুযোগ পেতে পারেন সাইফ হাসান। শেষ দিকে শামীম হোসেন ও জাকের আলীর জায়গা প্রায় নিশ্চিত। স্পিন বিভাগে থাকবেন মেহেদী হাসান মিরাজ ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
মরিয়া বাংলাদেশ আজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস বলেন, ‘এটি আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা জানি ঘুরে দাঁড়াতে হলে সেরাটা দিতে হবে। জয় ছাড়া আর কিছুই ভাবছি না।’