মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ী কলেজ পাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে সিরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।
প্রথম বারের মতো সোমবার (১৫ সেপ্টেম্বর) এশার নামাজের পর কলেজ পাড়া জামে মসজিদে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
যুব ও ছাত্রসমাজের মাঝে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ব্যপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য এ প্রয়াস। আগামীতে আরো বড় পরিসরে সিরাত পাঠের আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মসজিদের সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, সেক্রেটারি কাজী মনিরুল আলম, অর্থ সম্পাদক মোঃ রেজাউল করিম, কার্যকরী সদস্য মোঃ মাসউদ, মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা বরকতুল্লাহ, পাংশা কলেজের শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আজমল হোসেন, ছাত্রসমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজবাড়ী সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
সার্বিক সহযোগিতায় এলাকার যুব ও ছাত্রসমাজের মোঃ আনিসুর রহমান, নাঈমুর রহমান, শামসুল আরেফীন, আবু তায়েফ প্রমুখ।