শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে যুব কর্মী সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কুশখালী ইউনিয়ন জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে সাতানী বাজার চত্ত্বরে এ যুবকর্মী সমাবেশ ও সীরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়।
কুশখালী ইউনিয়ন জামায়াতের আমীর ক্বারী মাওলানা গোলাম রসুল শাহী এর সভাপতিত্বে ও ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাওলানা মোত্তাসিম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-০২ আসনের জামায়াত মনোনীত(দাঁড়িপাল্লা)প্রার্থী, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আনিসুর রহমান, উপজেলা সভাপতি (যুব ও ক্রীড়া বিভাগ) মাওলানা রবিউল ইসলাম ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশখালী ইউনিয়ন সেক্রেটারি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুব সেক্রেটারি মোঃ খাইরুল ইসলাম ও মাস্টার আব্দুর রাজ্জাকসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা তাদের বক্তব্যে যুব সমাজকে ইসলামী আদর্শে গড়ে তোলার আহ্বান জানান এবং সীরাতুন্নবী (সা.) থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেন।
সমাবেশে বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, যুবক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। আলোচনা, নসিহত ও দিকনির্দেশনামূলক বক্তব্যে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। শেষপর্যন্ত মিলাদ ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে। মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য এবং ইসলামের বিজয়ের জন্য দোয়া করা হয়।