মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“আমার উপজেলা আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত” এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্ট্রেংদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন এর সহযোগীতায় শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে।
আজ ১৭ সেপ্টেম্বর (বুধবার) দুপুরে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানিক ভাবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজাহার আলী শিবগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।
এ উপলক্ষে আলোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রকল্প কর্মকর্তা এসএসবিসি প্রকল্প উত্তম মন্ডল ও যুব প্রতিনিধি মোঃ হালিম মোল্লার যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চল ফিল্ড অপারেশন এর উপ-পরিচালক রাজু উইলিউয়াম রোজারিও শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া, ডাঃ মোঃ রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোসাব্বির হোসেন খান, সংবাদকর্মী মোঃ আহসান হাবিবসহ বিভিন্ন শ্রেনিপেশার নেতৃবৃন্দ।
এ সময় অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ,ওয়ার্ল্ড ভিশন গ্রাম উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ, যুব ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।