২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বিপদজনক সড়কপথ: নেই কোন কার্যকরী ব্যবস্থাপনা

মোঃ সাজেল রানা, ভ্রাম্যমাণ প্রতিনিধি:

সরেও বাজার থেকে সরকারেরহাটগামী প্রধান সড়কটি এখন জনসাধারণের জন্য একটি ভয়ংকর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তাটির বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা বিরাজ করছে, যা দিনকে দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। যাত্রী সাধারণ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা প্রতিদিন এই দুর্ভোগ পোহাচ্ছেন।

রাস্তার বেশ কিছু অংশ এতটাই খারাপ যে, একটু অসাবধান হলেই ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বৃষ্টির পর পানি জমে যায়, আর সেই পানির স্রোতেই নতুন করে শুরু হয় ভাঙন। অথচ কিছুদিন আগেই রাস্তাটির সংস্কার করা হয়েছিল। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে, সড়ক সংস্কারে নিম্নমানের কাজ করা হয়েছে এবং এর কোনো টেকসই পরিকল্পনা ছিল না।

এই দুরাবস্থার জন্য দায়ী অপরিকল্পিত সড়কব্যবস্থা ও যথাযথ তদারকির অভাব। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও কার্যকর পদক্ষেপ না থাকায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বর্ষাকালে এই রাস্তায় চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যানবাহন সহজেই আটকে যায়, কখনো দুর্ঘটনার শিকারও হয়।

তাই এলাকাবাসী জোর দাবি জানাচ্ছেন— দ্রুত এই সড়কটির টেকসই সংস্কার করা হোক এবং নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হোক, যেন এই গুরুত্বপূর্ণ পথটি আর কারো জন্য বিপদের কারণ না হয়

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top