১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশ শেষ চারে, সন্তুষ্ট লঙ্কান অধিনায়ক

নিজস্ব প্রতিনিধি:

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচে গ্যালারিতে দেখা গেছে এক ভিন্ন দৃশ্য। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের জার্সির পাশাপাশি চোখে পড়েছে বাংলাদেশের জার্সিও। কারণ, শ্রীলঙ্কা জিতলেই শেষ চারে জায়গা পেত বাংলাদেশ।

আবুধাবির উইকেটে ১৭০ রানের লক্ষ্য তাড়া করে ৮ বল হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস অপরাজিত ৭৪ এবং কামিন্দু মেন্ডিস ২৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। এই জয়ের ফলে সুপার ফোরে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা এবং আগামীকাল শনিবার দুবাইয়ে তারা মুখোমুখি হবে বাংলাদেশের।

ম্যাচ শেষে শ্রীলঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কাকে সমর্থন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বিদেশের মাটিতে পাওয়া সমর্থনকে বড় করে দেখেন। তার আশা, ভবিষ্যতেও গ্যালারি থেকে এমন সমর্থন অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘এটাই তো চাই আমাদের! কারণ আমরা যখন অন্য দেশে খেলি তাদের সমর্থনটা আমাদের জন্য অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। আশা করছি ভবিষ্যতেও তারা আমাদের সমর্থন দিয়ে যাবেন।’

আফগানিস্তানের বিপক্ষে জয়ের মাধ্যমে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিয়ে শ্রীলঙ্কা টুর্নামেন্টের সুপার ফোরে জায়গা পাকা করেছে। এতে প্রতিযোগিতায় থাকা অন্যান্য দলকে তারা শক্ত বার্তাও দিয়েছে।

এমন পারফর্ম্যান্সে খুশি শ্রীলঙ্কান অধিনায়ক বলেন, ‘আজকের পারফর্ম্যান্সে আমি যারপরনাই তৃপ্ত। আমরা বেশ নিখুঁত একটা ম্যাচ খেলেছি। ওপরের দিকে পেসাররা আমাদের কাজটা ভালোভাবে করে দিয়েছে। শুধু শেষ ওভারটাই আমরা খারাপ করেছিলাম। তবে এ ছাড়া আমরা বেশ ভালো কাজ দেখিয়েছি।’

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top