১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্কুবা ডাইভিং করতে গিয়ে প্রাণ হারালেন গায়ক জুবিন গার্গ

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ স্কুবা ডাইভিং করতে গিয়ে গুরুতর আহত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। ভারতীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় দুর্ঘটনার শিকার হন জুবিন। গুরুতর আহত অবস্থায় দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গায়কের মৃত্যুর খবর শুনে স্ত্রী গরিমা গার্গ সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

দীর্ঘ সংগীতজীবনে টলিউড ও বলিউডের বহু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ। বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত ‘গ্যাংস্টার’ ছবির জনপ্রিয় গান ‘ইয়া আলি’ তাকে সর্বভারতীয় খ্যাতি এনে দেয়।

জানা গেছে, নর্থ ইস্ট ফেস্টিভ্যালে যোগ দিতে সিঙ্গাপুরে গিয়েছিলেন তিনি। ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সংস্কৃতি, ঐতিহ্য, নৃত্য ও সংগীতকে বিশ্বদরবারে তুলে ধরতে আয়োজিত এই উৎসবে যোগ দেওয়ার সময়ই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top