১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়তে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা কে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিতম সাহার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নেন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, “সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আপনাদের শক্তি ও সহযোগিতায় কিশোরগঞ্জ উপজেলাকে সামাজিক-আর্থিক এবং গ্রীন-ক্লিন উপজেলা হিসেবে বিশ্বে পরিচিত করাতে হবে।” তিনি সাংবাদিকদের প্রশাসনের ইতিবাচক কাজ তুলে ধরার পাশাপাশি নেতিবাচক দিকগুলো গঠনমূলক সমালোচনার আহ্বান জানান। একইসাথে সামাজিক অন্যায়, অবিচার, বাল্যবিবাহ, মাদক ও অবক্ষয়মুক্ত উপজেলা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় মতামত প্রদান করেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার সাগর ডি কাস্তে, প্রেস ক্লাব সভাপতি আবু হাসান শেখ, সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবু, সহ-সভাপতি শাহজাহান সিরাজ, সাংগঠনিক সম্পাদক সিএসএম তপন, রিপোর্টাস ক্লাব আহ্বায়ক আহসানুল হক চন্দন, সদস্য সচিব শামসুজ্জামান সুমন, দৈনিক নওরোজ প্রতিনিধি লাতিফুল আজম ও দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি বিপিএম জয় প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন এসআই কাজী রিপন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমান, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি মাফি মহিউদ্দিনসহ অন্যান্য সংবাদকর্মীরা।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা সাংবাদিকদের হাতে বর্ষাকালীন শুভেচ্ছা হিসেবে একটি করে ছাতা তুলে দেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top