মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :
আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অডিটরিয়ামে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার আফরিন জুয়েল। সভার সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমামুল ইসলাম।
এসময় দীঘিনালা উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, গীর্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সম্প্রীতির দীঘিনালা গড়তে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শারদীয় দুর্গাপূজা চলাকালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এছাড়াও ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে আনন্দঘন পরিবেশে দুর্গোৎসব উদযাপনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।