নিজস্ব প্রতিনিধি:
বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় আসা ইসলামিক বক্তা মুফতি আমির হামজা এবার ঘোষণা দিয়েছেন, তিনি মাহফিলে আর কুরআন-হাদিসের বাইরে কোনো বক্তব্য দেবেন না। বিষয়টি তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্যে ব্যাপক সমালোচিত হন তিনি। সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে আজান ও নামাজ নিয়ে বক্তব্য দিয়ে আবারও আলোচনায় আসেন। এ প্রসঙ্গে তিনি জানান, সংগঠনের দায়িত্বশীলরা তাকে রাজনৈতিক ও বিতর্কিত বক্তব্য থেকে বিরত থাকতে পরামর্শ দিয়েছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল বিশেষভাবে বলেছেন, মাহফিলে বক্তব্য দেওয়ার সময় যেন তিনি সতর্ক থাকেন। তাই কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করেছেন আমির হামজা। তিনি বলেন, ভবিষ্যতে আরও সতর্ক থাকবেন।
মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র ছিলেন। তিনি কুষ্টিয়া-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী হিসেবেও নির্বাচনে অংশ নেন।