২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশাল ভেটেরিনারি ও মেডিকেল শিক্ষার্থীদের অংশগ্রহণে,অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) কর্মশালা

জাকির হোসেন হাওলাদার, দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল (শেবাচিম) প্রাঙ্গণে ভেটেরিনারি ও মেডিকেল শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণেঅ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বিষয়ক এক সচেতনতামূলক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এএমআর রেসপন্স অ্যালায়েন্স (BARA)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় অংশ নেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও শেবাচিম মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী, ইন্টার্নি চিকিৎসক এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

কর্মশালা শুরু হয় রবিবার ২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে। র‌্যালিতে পবিপ্রবি ও শেবাচিমের শিক্ষক-শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক, ইউনাইটেড নেশন্স কর্মকর্তাসহ বারা অ্যালায়েন্সের সদস্যরা অংশ নেন।

এরপর মেডিকেল কলেজ ক্যাম্পাস ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে শিক্ষার্থীরা সচেতনতামূলক প্লেকার্ড, পোস্টার ও লিফলেট বিতরণ করেন। একইসঙ্গে ২৫টি ওয়ান হেলথ টিম অংশ নেয় “AMR কুইজ প্রতিযোগিতায়।

সকাল ১১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতা— “AMR/AMU: দায়িত্বশীল প্রেসক্রাইবিং চর্চা আইনি প্রয়োগের চেয়ে বেশি কার্যকর” শীর্ষক বিষয়ে।দুপুর ১২টা ৩০ মিনিটে কারিগরি অধিবেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির উপাচার্য, বিশিষ্ট ভেটেরিনারিয়ান ও খ্যাতনামা ফার্মাকোলজিস্ট এবং গ্যাস্ট্রোলজিস্ট অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন, শেবাচিম এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির, পবিপ্রবির ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার জাহাঙ্গীর আলম, শেবাচিম এর ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, শেবাচিম এর প্রিন্সিপাল অধ্যাপক ড. মো. ফয়জুল বাশার।
কারিগরি অধিবেশনে বক্তৃতা দেন ড. ইব্রাহিম খলিল (SSO, FDIL, বরিশাল) এবং ড. শুভ্র মণ্ডল (লেকচারার, শেবাচিম)। তাঁরা যথাক্রমে “One Health এ AMR/AMU” এবং “BARA Initiative” বিষয়ে বিস্তারিত উপস্থাপনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম,বলেন,“অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স এখন বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থার জন্য ভয়াবহ হুমকি। মানুষ, প্রাণী ও পরিবেশ—এই তিনের আন্তঃসম্পর্ককে ঘিরেই One Health ধারণা গড়ে উঠেছে। দায়িত্বশীল চিকিৎসা, সঠিক প্রেসক্রিপশন এবং প্রয়োজন ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার এড়িয়ে চলাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। শিক্ষার্থীরাই ভবিষ্যতের স্বাস্থ্যসেবার অগ্রদূত। এ কর্মশালার শিক্ষা তারা নিজেদের পেশাগত জীবনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও ছড়িয়ে দেবে বলে আমি আশাবাদী।”

অনুষ্ঠানে তিনটি বিশেষ শপথ পাঠ করান অতিথিরা। “Colistin Oath” করান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম, “AWaRe Oath” করান অধ্যাপক ড. ফয়জুল বাশার এবং “Meropenem Oath” করান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনির।দুপুর ১টা ৩০ মিনিটে সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের চেয়ারম্যান অধ্যাপক ড. ফয়জুল বাশার।

বিকেল ২টা ৩০ মিনিটে শিক্ষার্থীরা শেবাচিম ক্যাম্পাস থেকে বের হয়ে নদীর তীরবর্তী এলাকায় স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক প্রচারণা চালান। এর মধ্য দিয়েই কর্মশালার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top