শরিফুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের উজিরবাগান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এক বিশাল সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মাদ্রাসা প্রাঙ্গণে এ মাহফিল শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরবাগান হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব আবুল কাশেম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। প্রধান আলোচক ছিলেন মাওলানা আবুল খায়ের এবং বিশেষ আলোচক ছিলেন খলিলনগর মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুশখালি ইউনিয়ন শাখার আমির ক্বারী গোলাম রসুল শাহী, সেক্রেটারি প্রভাষক মাওলানা আনারুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমির মাস্টার আব্দুর রাজ্জাক, মো. ইয়াসিন আলী ও মাওলানা মাগফুর রহমান।
এছাড়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুশখালি ইউনিয়ন শাখার পরিচালক ইকরামুল হুসাইনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ইসলামের আলোকে রাসূলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ তুলে ধরেন। পরিশেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে