২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

অর্ধশতক পূর্ণ করেই ‘গান-শট’ ভঙ্গি, আলোচনা-সমালোচনায় পাকিস্তানের ওপেনার ফারহান

নিজস্ব প্রতিনিধি:

এশিয়া কাপ সুপার ফোরে ভারতের বিপক্ষে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান ব্যাট হাতে দলকে আস্থা জুগিয়েছিলেন। ৪৫ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি। তবে তার ব্যাটিংয়ের চেয়ে বেশি আলোচনায় আসে অর্ধশতক পূর্ণ করার পরের উদযাপন। অর্ধশতক ছোঁয়ার সঙ্গে সঙ্গেই ব্যাট হাতে তিনি ‘গান-শট’ ভঙ্গি করেন, যা দেখে অনেক সমর্থক বিস্মিত হন, আবার কেউ কেউ সমালোচনাও করেন।

ম্যাচের পরদিন সংবাদ সম্মেলনে ফারহানকে এই উদযাপন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি জানি না মানুষ এটাকে কীভাবে নেবে। আমি এসব নিয়ে ভাবি না। এটা শুধু এক মুহূর্তের ব্যাপার ছিল। সাধারণত অর্ধশতক করার পর আমি কোনো সেলিব্রেশন করি না। তবে সেদিন হঠাৎ মনে হলো একটা সেলিব্রেশন করি, তাই করেছি।”

ভবিষ্যতে এ ধরনের উদযাপন দেখা যাবে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “আপনি যদি ছক্কার কথা বলেন, এটা সামনে আরও দেখতে পাবেন। আমি বিশ্বাস করি, প্রতিটি দলের বিরুদ্ধেই আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। এটা শুধু ভারতের বিপক্ষে নয়, সবার বিরুদ্ধেই।”

আগামী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে পরিকল্পনা প্রসঙ্গে ফারহান জানান, শুরুতেই দ্রুত উইকেট হারানো তাদের বড় সমস্যা ছিল। এটি এড়িয়ে পাওয়ারপ্লেতে রান তুলতে হবে। তিনি বলেন, “শেষ কয়েক ম্যাচে আমরা পাওয়ারপ্লে ভালোভাবে কাজে লাগাতে পারিনি। খুব দ্রুত উইকেট হারিয়েছি। এটা খুব গুরুত্বপূর্ণ যে প্রথম ছয় ওভারে উইকেট না হারিয়ে রান তুলতে হবে। ভারতের বিপক্ষে আমরা পাওয়ারপ্লেতে উইকেট হারাইনি, ১০ ওভারে ৯০ রানের বেশি তুলেছিলাম। মাঝখানে ধস নেমেছিল, তবে আমরা এটি কাটিয়ে উঠতে চেষ্টা করব।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top