জাকির হোসেন হাওলাদার, দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে পবিপ্রবি‘র ছাত্র-শিক্ষক মিলনায়তনের (টিএসসি) সভাকক্ষে ইসলামী ছাত্রকল্যাণ সংস্থায় আয়োজনে এ নবীন বরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথি ছিলেন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক পবিপ্রবি‘র ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল লতিফ, কৃষিবিদ ফোরামের মহাসচিব শেখ মাসুদ বিশেষ অতিথি ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পবিপ্রবি‘র গ্রীণ ফোরাম সভাপতি অধ্যাপক ড. মামুন উর রশীদ।
অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন, পবিপ্রবি গ্রীণ ফোরাম সেক্রেটারি অধ্যাপক ড. আব্দুল মাসুদ, ডাকসু‘র আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মো: সাখাওয়াত জাকারিয়া, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক মো: হারুনুর রশিদ রাফি, পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল্লাহ আল-নাহিয়ান, নবীন শিক্ষার্থীরা।
পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এর আগে সংগঠনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।