২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ৪৩৯ মন্ডপে হবে শারদীয় দুর্গা পুজা, চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি :

এগিয়ে আসছে শারদীয় দুর্গাপূজা। উৎসবের আমেজে ভরে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিটি উঠোন। জেলার পূজা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। এ বছর জেলায় ৪৩৯টি মন্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। যা গত বছরের তুলনায় বেশি। পূজা উদযাপনকে নির্বিঘœ করতে তৎপর রয়েছে জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর সব কয়টি ইউনিট।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৩৯টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ১১০টি, গোয়ালন্দ উপজেলায় ২৫টি, বালিয়াকান্দি উপজেলায় ১৪৯টি, কালুখালী উপজেলায় ৫৭টি ও পাংশা উপজেলায় ৯৮টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হবে।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তৎপরতা শুরু করেছে জেলা প্রশাসন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে একের পর এক সভা করছেন জেলা ও উপজেলা প্রশাসন। পাশাপাশি বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের প্রতিনিধিরা মন্ডপে মন্ডপে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষে গ্রামে গ্রামে দলীয় কর্মীদের সমন্বয়ে কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সরেজমিনে দেখা যায়, জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার কালীবাড়ি, মধ্য বাজার সার্বজজনীন দুর্গা মন্দির, গোসাইবাড়ী দুর্গা মন্দির, ইসলামপুর ইউনিয়নের নারায়ণপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে প্রতিমার সাজসজ্জার কাজ। প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কারিগরদের সাথে কথা বলে জানা যায়, যথাসময়ে প্রতিমা তৈরির কাজ শেষ হবে। নির্ধারিত সময়ের আগেই দুর্গা দেবীর আরাধনার জন্য মন্ডপগুলো প্রস্তুত করা হবে।

বহরপুর মধ্য বাজার সার্বজনীন দুর্গা মন্দির পূজা উদযাপণ কমিটির সভাপতি শ্রী রাম সাহা বলেন, বিগত বছরগুলোর মতো এবারও আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে। উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসন থেকে আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পূজা উপলক্ষে দারুণ উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বালিয়াকান্দি উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা স্বপন কুমার সিকদার বলেন, প্রতি বছর আমাদের গ্রামে দু’টি দুর্গাপূজা উদযাপিত হয়। এবারও প্রস্তুতি শেষের দিকে। এখন সবাই মিলেমিশে আনন্দের সঙ্গে প্রতিমা তৈরি ও মন্ডপের সাজসজ্জার কাজ করছে।

বহরপুর কালীবাড়ি সার্বজনীন পুজা মন্দিরের সার্বিক সহোযোগী শ্রী বিপ্লব কুমার পাল, শ্রী সঞ্জয় কুমার কুন্ডু, অনিমেষ দাস বলেন, শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা উপলক্ষে জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামাঞ্চলের মন্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বড় রাজনৈতিক দলগুলো আমাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ। প্রতি বছরের মতো এবারও আমরা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করতে পারবো বলে আশা করছি। তারা আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যসহ রাজনৈতিক দলের নেতাকর্মীরা পূজার আয়োজনে সবধরণের সহযোগিতা করছেন। বিশেষ করে গণমাধ্যম কর্মীরা মন্ডপে মন্ডপে ঘুরছেন। আমাদের সঙ্গে তারাও এই পূজা নির্বিঘ্ন করতে কাজ করে যাচ্ছেন।
গণপত্যা সার্বজনীন দুর্গা পুজা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী প্রদ্বীপ কুমার মন্ডল বলেন, আমরা এলাকার সকল মানুষ মিলে একত্রিত হয়ে উৎসব পালন করি। এখানে কে হিন্দু, কে মুসলিম কোন ভেদাভেদ নেই। আমরা একে অপরের পরিপুরক। তবে আমরা আশা করছি এবারের পুজা সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার ভিডিপিসহ সকল আইনশৃংখলা বাহিনীর সদস্যদের সাথে স্বেচ্ছাসেবী কমিটি নিরাপত্তার দায়িত্ব পালন করবে। সেই সাথে সব কয়টি বড় রাজনৈতিক দলের নেতাকর্মীগণ আমাদের সাথে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব বলেন, জেলা পুলিশের গোয়েন্দা সংস্থা ও সাইবার টিমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট জেলাব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এ বছর শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। এখন মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ চলমান। পূজা চলাকালীন সকল মন্ডপে পুলিশের কঠোর নজরদারি রাখা হবে।

রাজবাড়ী জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী -২ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোঃ হারুন অর রশিদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র এ দেশে আর সফল হবে না। সনাতনী ভাইবোনেরা যেন নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আমরা সকল ধর্ম ও বর্ণের মানুষ মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলবো।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top