মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি:
রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিভাগের অফিস সহকারী শফিকুল ইসলামকে (৩৬) গ্রেফতার করেছে তাজহাট থানা পুলিশ। ওই মামলার বাদি রেজিষ্টার ড, হারুণ অর রশিত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাজহাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজান আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভাংচুর, অগ্নি সংযোগ ও বিষ্ফোরক আইনে গ্রেফতার শফিকুল ইসলামের নামে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় মামলা করেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. হারুন অর রশিদ। ওই মামলার এজাহারভুক্ত আসামি তিনি।
ওসি জানান, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের সময়গুলোতে সরসারি হামলায় অংশনেয়াসহ, বিস্ফোরক ফাটানোসহ বিভিন্নভাবে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার বেশ কিছু গুরুত্বপুর্ন তথ্য দিয়েছেন। সেগুলো যাছাইবাছাইগুলো করা হচ্ছে। পরে তাকে আদালতে তোলা হবে।
গ্রেফতার শফিকুল ইসলাম রাজশাহী জেলার মতিহার থানার পূর্বপাড়ার মৃত আব্দুল কাদেরের পুত্র। তিনি বর্তমানে রংপুর নগরীর আশরপুর চকবাজার পাইমারি স্কুলের পিছনে তোফাজ্জল হোসেনের বা ভাড়া থাকতেন।