২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

১৮ নভেম্বর প্রকাশ হবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা

নিজস্ব প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১৮ নভেম্বর হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ইসি সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইসির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ৩১ অক্টোবর ২০০৭ বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকদের নিবন্ধনের জন্য খসড়া ভোটার তালিকা প্রকাশ, দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন গ্রহণ এবং নিষ্পত্তির সময়সূচি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকার পিডিএফ প্রস্তুত এবং মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের সিএমএস পোর্টালে লিংক পাঠানোর শেষ সময় ২৫ অক্টোবর। এরপর ১ নভেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। দাবি, আপত্তি ও সংশোধনের আবেদন দাখিল করা যাবে ১৬ নভেম্বর পর্যন্ত। এসব আবেদন নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। সবশেষে, ১৮ নভেম্বর প্রকাশ করা হবে হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা।

এর আগে গত ৩১ আগস্ট ইসি ২০২৫ সালের সম্পূরক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে। ওই তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জনে। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।

সেই সময়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অন্তর্ভুক্ত করে একটি নতুন তালিকা প্রকাশ করা হবে এবং সেই তালিকাই হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top