২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট নেতা আরাফাত

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে এবং গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের একজন সক্রিয় রক্তদাতা ছিলেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। আরাফাত মোল্লা মোটর সাইকেলযোগে মাখন রায়ের পাড়া নতুন ব্রীজ এলাকা দিয়ে বাড়ি ফেরার পথে অপর একটি মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। এসময় তার মাথায় মারাত্মক আঘাত লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা গুরুতর হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত আরাফাতের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে আনা হচ্ছে।

এদিকে আরাফাত মোল্লার মৃত্যুতে স্থানীয় জাকের পার্টি নেতাকর্মী ও গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সদস্যে সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের পক্ষ থেকে আরাফাত মোল্লার অকাল মৃত্যুতে গভীর শোক ও তার বিদেহী আত্মার মাগফিরাত করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েন।

একইভাবে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান মিলন ও কোষাধ্যক্ষ মোঃ শফিক মন্ডল বলেন, আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে অবদান রেখেছেন। তার মতো একজন তরুণের চলে যাওয়া আমাদের জন্য বড় শূন্যতা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top