২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাটমোহরে মানব সেবা অভিযানের গাছ বিতরণ ও অনুদান প্রদান

খালিদ হোসেন হৃদয়, ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ চত্বরে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে মানব সেবা অভিযানের উদ্যোগে গাছ বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্হার প্রতিস্ঠাতা সভাপতি ও বর্তমান সাধারণ পরিষদের সদস্য, এবং রাজশাহী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মুহাম্মদ সারওয়ার জাহান (বাবু)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই মানব সেবা অভিযানের মূল লক্ষ্য। এই উদ্যোগ শুধু আর্থিক সহায়তাই নয়, মানুষের মাঝে মানবিকতার বন্ধন আরও দৃঢ় করবে।”
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ও সহকারী প্রোগ্রামার আইসিটি অধিদপ্তর চাটমোহর ও গুনাইগাছা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো: আব্দুল্লাহ আল নোমান।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুনাইগাছা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: গোলাম মওলা, গুনাইগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: মোতালেব হোসেন, ইউপি সদস্য আজাহার আলী, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের ও সহকারী প্রকৌশলী মো: আব্দুস সাত্তার।

অনুষ্ঠানে অসহায় ও দুস্থদের মধ্যে চিকিৎসা সহায়তা, সুদমুক্ত শিক্ষা ঋণ, প্রতিবন্ধীদের জন্য সহায়তা এবং ভাতা প্রদান করা হয়। পাশাপাশি ১০০ জন উপকারভোগীর মধ্যে ১টি করে আম্রুপালি ও ১টি করে থাইপেয়ারা জাতের চারা গাছ বিতরণ করা হয়।

মানব সেবা অভিযানের পক্ষ থেকে জানানো হয়, এ পর্যন্ত মোট ১৫ জনকে ৫৩ হাজার টাকার চিকিৎসা সহায়তা, ২১ জনকে ১ লাখ ২৬ হাজার টাকার সুদমুক্ত শিক্ষা ঋণ, ১৬ জনকে ১ লাখ ৬০ হাজার টাকার সুদমুক্ত প্রতিবন্ধী ঋণ প্রদান করা হয়েছে। এছাড়া ৪৫০ জনকে ৯০০টি গাছ, ৬ জনকে হুইলচেয়ার এবং ৩ জন অসহায় মানুষকে প্রতি তিন মাস অন্তর ২ হাজার ৪০০ টাকা করে ভাতা প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোই মানব সেবা অভিযানের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে সমাজসেবায় উদ্বুদ্ধ করবে এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখবে। দিনব্যাপী এ কর্মসূচিতে শত শত মানুষ অংশ নেন এবং মানব সেবা অভিযানের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top