২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

তাড়াশে স্বেচ্ছা-শ্রমে পৌর শহরের রাস্তা সংস্কার

মোঃসোহাগ হোসেন, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের গুরুত্বপূর্ণ একটি রাস্তা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান এইচ সজিবের উদ্যোগে যুবদলের সহযোগীতায় সংস্কার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা যুবদল ও ছাত্রদল নিজেদের শ্রম ও অর্থে পৌর শহরের প্রবেশ দ্বারে ওই জনগুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার করেন।

জানা গেছে, বারোয়ারী বটতলা থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তাটির সরকারী গার্লস হাই স্কুল গেট সংলগ্ন ৪০ থেকে ৫০ ফুট রাস্তা খানা খন্দের সৃষ্টি হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে ছিল। একটু বৃষ্টি হলেই পানি জমে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো স্কুলগামী শিক্ষার্থী ও পৌরবাসীদের। ফলে জন ভোগান্তি চরমে উঠেছিল। পৌর প্রশাসককে বারবার বলেও রাস্তার ওইটুকু অংশ সংস্কার হচ্ছিল না এমনটি জানিয়েছেন স্থানীয় পৌরবাসী। আর এ অবস্থায় নিজেদের শ্রম ও অর্থে রাস্তাটি সংস্কার করলেন তাড়াশ উপজেলা যুবদল ও ছাত্রদল। তাদের এমন মহতী উদ্যোগকে ভুক্তভোগী শত শত পৌরবাসী প্রসংশা করেছেন।

তাড়াশ সরকারী গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশটুকুর ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পড়ে ছিল। যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় জনভোগান্তী অনেকটাই কমে গেছে।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ মাসুম, মিলন খাঁন, যুগ্ম আহবায়ক মানিক হাসান, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল প্রধান, ছাত্রনেতা সুব্রত, মাসুদ সেরাজ, রিফাত, তারিকুল, রুহুল, সুজন, সুমন, বিজয় ও রাব্বি প্রমূখ। উল্লেখ্য, ওই রাস্তাটি সংস্কার কাজের পরিকল্পনা ও সার্বিক সহযোগীতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সাদী সোহাগ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top