২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে : মুরাদনগর উপজেলা জমিয়ত

মোহাম্মদ সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :

প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষকের অনুমোদন বাতিল ও ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশ, মুরাদনগর উপজেলা শাখা’র সভাপতি মাওলানা মাহবুবুর রহমান

বুধবার ২৪ সেপ্টেম্বর বাদ আসর মুরাদনগর বাবুস সালাম মাদ্রাসায় আমেলা বৈঠকে এসব কথা বলেন তিনি

মাওলানা মাহবুবুর রহমান বলেন মুসলিম সন্তানদের জন্য ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা করা ফরজ। তাই একটি মুসলিমপ্রধান দেশে এটা একটি নৈতিক ও স্বাভাবিক জনচাহিদার দাবি হলো প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকা এবং ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া।

তিনি আরও বলেন সিলেবাসে ধর্মীয় বই আছে, কিন্তু ধর্মীয় শিক্ষকের অভাবে যথাযথভাবে পাঠ দেওয়া যাচ্ছে না। বিভিন্ন সময়ে শোনা যাচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে কিছু জানে না বা অন্য ধর্মের অনুসারীদেরকে দিয়েও ইসলাম ধর্ম নিয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করানো হচ্ছে। ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে ইসলাম শিক্ষার মান নিশ্চিত করতে পারলে এটা নাগরিকদের নৈতিক মান উন্নত করবে, ইসলাম সম্পর্কে অসচেতনতা দূর হবে এবং অভিভাবকদের ভিতর আল কোরআনুল কারীম সহ ইসলামের মৌলিক শিক্ষা প্রদানের যে চাহিদা রয়েছে, তা-ও পূরণ করতে হবে।

অতএব শিশুদের নৈতিক ও ধর্মীয় ভিত্তি গঠনের জন্য প্রাথমিক পর্যায়ে ধর্মীয় শিক্ষকের উপস্থিতি অপরিহার্য। শুধুমাত্র সাংস্কৃতিক শিক্ষার উপর গুরুত্ব দিয়ে ধর্মীয় শিক্ষাকে উপেক্ষা করা হলে ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়বে।

এছাড়াও আমেলা বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু হানিফ ,সহ-সভাপতি মুফতি সাদিকুল ইসলাম, মাওলানা হাফেজ মুহাম্মাদুল্লাহ ,মুফতি আব্দুল মুমিন,মুফতি আবুল ফারাহ ফরিদী ,মাওলানা আবু ইউসুফ, উপজেলা সেক্রেটারী মাওলানা আব্দুর রহমান আল মুজাফফার ,সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াহইয়া ইউনুসী ,যুগ্ম সংগঠনিক সম্পাদক মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা ওমর ফারুক ,হাফেজ আশিক এলাহি, প্রচার সম্পাদক মাওলানা আরিফ হাসান ,সহ প্রচার সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মামুনুর রশিদ ,মাওলানা তাওহীদুল ইসলাম ,সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা ইউসুফ সাহেব,সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম মুরাদি,যুব বিষয়ক সম্পাদক মাওলানা ক্বারী জামাল উদ্দিন সিরাজী , প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মুফতি কামাল উদ্দিন, দপ্তর বিষয়ক সম্পাদক মুফতি তানজিল আহমদ খান,সহ দপ্তর বিষয়ক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা জাহিদুল ইসলাম প্রমূখ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top