২৬শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াতে ইসলামী অমুসলিমদের জন্য আতঙ্ক নয় একটি জীবন্ত আদর্শ

এস এম আবদুচ ছালাম আজাদ, খাগড়াছড়ি প্রতিনিধি:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও বান্দরবান পার্বত্য জেলা জামায়াতে ইসলামীর আমীর জনাব এস এম আবদুচ ছালাম আজাদ বলেছেন – বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বহুমুখি মানবিক ও উদার রাজনৈতিক প্লাট ফরম।

মানবতার বহুমুখী কল্যাণ, দেশের কাঙ্খিত উন্নয়ন ও ইনসাফপূর্ণ শাসন প্রতিষ্টা জামায়াতের লক্ষ্য। জামায়াতে ইসলামী অমুসলিমদের জন্য আতঙ্ক নয় বরং একটি জীবন্ত আদর্শ। অমুসলিম ভাই বোনেরা জামায়াতকে ষ্টাডী করলে বুঝতে পারবেন জামায়াতে ইসলামী মুসলিম অমুসলিম সকলের জন্যই সমকল্যাণকামী।

এটি মুলতঃ ইসলামেরই জ্যোর্তিময় আদর্শ। বান্দরবান জেলা জামায়াতের আমীর গতকাল বান্দরবান আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ের সময় উপরোক্ত মন্তব্য করেন। বান্দরবান জেলা আমীর আরো বলেন – ধর্মীয় উৎসব ধার্মীক মানুষের অধিকার।

সরকার ও জনগনকে এই অধিকার নিশ্চিত করতে হবে। এটাই ইসলামের শিক্ষা। তিনি দুর্গোৎসব উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে আগামী উৎসবে সহায়তার আশ্বাস দেন। তিনি ধর্মীয় উৎসব চলাকালে সকল প্রকার দুর্বত্ত ও সন্ত্রাসী সুযোগ সন্ধানীদের ব্যাপারে সতর্ক থাকার জন্য সনাতনী নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

বান্দরবান জেলা জামায়াত অফিসে আয়োজিত এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বান্দরবান সংসদীয় আসনের জামায়াত নমিনি এডভোকেট মুহাম্মদ আবুল কালাম। কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ রেজাউল করিম। আশরাফুল ইসলাম। পৌর আমীর হারুনর রশিদ। বান্দরবান কেন্দ্রীয় দুর্গোৎসব উদযাপন পরিষদের সভাপতি  রাজেশ্বর দাশ বিপ্লব। সবুজ দত্ত বাচ্চু। রাজেশ দাশ। রীনা মল্লিক ও রতন দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top