মোঃ নুর আলম পাপ্পু, খোকসা কুষ্টিয়াঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী গণজাগরণ গড়ে তোলার অংশ হিসেবে আজ খোকসা উপজেলার গোপগ্রাম বাজারে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী প্রচারণামূলক কর্মসূচি। সৈয়দ মেহেদী আহমেদ রুমির সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচির মাধ্যমে ব্যবসায়ী, পথচারী, নারী-পুরুষ, যুবক থেকে শুরু করে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ এবং মতবিনিময় অনুষ্ঠিত হয়।
আজ বেলা ৪টায় খোকসা পৌর চত্বর থেকে একটি বিশাল মোটরসাইকেল বহর নিয়ে শুরু হয় প্রচারণা। শ্লোগানে শ্লোগানে মুখর ছিলো পুরো এলাকা—”৩১ দফা মানেই মুক্তির সোপান”, “খোকসা জেগেছে, দেশ বাঁচাতে এগিয়ে এসেছে।
যদিও সৈয়দ মেহেদী আহমেদ রুমি শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি, তবুও তিনি ভিডিও কলের মাধ্যমে সরাসরি কর্মসূচিতে যুক্ত হয়ে নেতাকর্মীদের উৎসাহ প্রদান করেন। তিনি বলেন—
“তারেক রহমানের ৩১ দফা মানে শুধুই রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের মুক্তি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি রোডম্যাপ। এ দফাগুলো মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার দিক নির্দেশনা দেয়।
মতবিনিময় ও সাংবাদিকদের সাথে আলোচনা
কর্মসূচির একপর্যায়ে বাজারের বিভিন্ন ব্যবসায়ীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করা হয় এবং জনসাধারণের হাতে তুলে দেওয়া হয় ৩১ দফা সংবলিত লিফলেট। সাধারণ মানুষ এসব দফা পড়ে জানার আগ্রহ প্রকাশ করেন এবং অনেকেই বলেন, “এই প্রথম আমরা এত স্পষ্টভাবে দিকনির্দেশনামূলক কিছু পেলাম।
এই সময় উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি ভারপ্রাপ্ত ও যুগ্ম আহবায়ক খোকসা উপজেলা ছাত্রদল মো:জামাল উদ্দিন, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মো: রবিন রায়হান জসিম, ছাত্রনেতা মো: সোহেল রানা মানিক, মো: মকবুল হোসেন, সাংবাদিক মো: নুরুল ইসলাম, মো: হাফিজ মাস্টার, মো: তুহিন মাস্টার এবং থানা ছাত্রদলের মো: শফিকুল ইসলাম শফি সহ অনেকে।
নেতাকর্মীদের প্রশংসনীয় ভূমিকা
নির্যাতিত ও ত্যাগী নেতাদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন প্রজন্মের উদ্দীপনায় পুরো কর্মসূচি ছিলো শৃঙ্খলাপূর্ণ ও উজ্জীবিত। নেতাকর্মীদের মতে, “রাস্তায় দাঁড়িয়ে আমরা শুধু লিফলেট দিইনি, মানুষের মাঝে সত্য কথাগুলো তুলে ধরেছি।
এই কর্মসূচি প্রমাণ করেছে যে, তৃণমূল পর্যায়ে বিএনপির নেতৃত্বাধীন আন্দোলন নতুন গতিতে এগিয়ে চলেছে। সৈয়দ মেহেদী আহমেদ রুমির নেতৃত্বে ৩১ দফা প্রচারের এমন পরিকল্পিত উদ্যোগ ভবিষ্যতে আরও বৃহৎ আকারে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।