১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

খাগড়াছড়িতে চতুর্থ দিনের মতো অবরোধ, জনমনে অশান্তি

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা ( খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়িতে ‘জুম্ম ছাত্র–জনতা’র ব্যানারে আহূত সড়ক অবরোধ টানা চতুর্থ দিনের মতো চলছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম–খাগড়াছড়ি ও ঢাকা–খাগড়াছড়ি মহাসড়কে আংশিক শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। অভ্যন্তরীণ সড়কগুলোতেও সীমিত সংখ্যক ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করছে।

এদিকে সদর উপজেলা ও গুইমারা উপজেলায় এখনো ১৪৪ ধারা বহাল আছে। শহরের শাপলা চত্বর এলাকায় ঘুরে দেখা যায়—মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। অধিকাংশ দোকানপাট বন্ধ, সড়কে মানুষের চলাচলও কম। এমনকি একাধিক ব্যক্তি একসাথে অবস্থান করলে তাদের জিজ্ঞাসাবাদ করছে নিরাপত্তা বাহিনী।

পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, “সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

উল্লেখ্য, গত শনিবার অবরোধকে কেন্দ্র করে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া–পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর প্রশাসন সদর উপজেলা, পৌরসভা ও গুইমারায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top