মনির হোসেন, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
গতকাল সোমবার বাদ মাগরিব সখিপুর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কালিয়া ইউনিয়ন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। কচুয়া বাজারে আয়োজিত এ অনুষ্ঠান পরিচালনা করেন সখিপুর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খোকন সিকদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা জাসাস-এর আহবায়ক তারেক-উজ্জামান, যুগ্ম-আহবায়ক কামাল হোসেন, সদস্য সচিব শাহীন আল মামুন, উপজেলা জাসাস-এর সাংগঠনিক সম্পাদক হারুন মাহমুদ, কালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোতালেব সিকদার বাবুল, সখিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাদ লতিফ, ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ফরিদ আল মামুন, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিন্টু মিয়া এবং ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা আমিনুল ইসলাম, মিজান আল নূর, পাপন চৌধুরী (পাপ্পু), স্বেচ্ছাসেবকদল নেতা আবুল হোসেন ও আরিফ মাহমুদ, সখিপুর উপজেলা ছাত্রদল নেতা নাইম সিকদার, কালিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিঞা ছবূর, ছাত্রদল নেতা সুমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সবার উপস্থিতিতে গান-নাচে আনন্দঘন পরিবেশে কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে আহবায়ক নির্বাচিত হয়েছেন লোকমান হোসেন এবং সদস্য সচিব হয়েছেন আবু সাঈদ আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে।”
এসময় বক্তারা আরও জানান, তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং কালিয়া ইউনিয়নে সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলবে।