১লা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ডিমলায় সকল মন্ডপ কর্তৃপক্ষের সাথে ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম তুহিনের মত বিনিময়

মোঃ বাদশা প্রামানিক ডিমলা নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় হিন্দু ধর্মের প্রধান উৎসব শারদীয় দুর্গাপুর পূজা সার্বজনীন, উৎসবমুখর ও নির্বিঘ্নে পালন করার জন্য সকল পূজা মন্ডপের কমিটিকে নিয়ে বিনিময় সভা করেছেন সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ডিমলা ইসলামিয়া মতোবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেশের নেতা, নীলফামারী জেলার উন্নয়নের কান্ডারী ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। বিশেষ অতিথি উপস্থিত ছিল, নীলফামারী জেলা বিএনপি’র উপদেষ্টা ও শাহারিন ইসলাম তুহিন এর বড় ভাই প্রত্যক্ষ রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তুহিনের ভাবি অধ্যাপিকা সেতারা সুলতানা, জেলা বিএনপির আহ্বান কমিটির অন্যতম সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন ও প্রধান প্রমুখ।

এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৈদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্যফ্রন্টের উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক বাবু উৎপল কান্তি সিং ও সদস্য সচিব জ্যোতি রঞ্জন রায় এবং উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তুহিন বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি সার্বজনীন আনন্দ-উৎসব। আমরা সবাই মিলে এই উৎসবকে সফল,শান্তিপূর্ণভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করব। সাম্প্রদায়িক সম্প্রীতি নীলফামারীর গর্ব, এই ঐতিহ্য ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top