নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেবেন না দেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি।
একসময় বোর্ডে সরাসরি যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম। বিশেষ করে সাধারণ পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি। তবে শেষমেশ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
আগামী ৬ অক্টোবর বিসিবির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১ অক্টোবর ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেই দিনই তামিম ইকবাল সরে দাঁড়ালেন নির্বাচনী দৌড় থেকে।
বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার এবং অধিনায়ক তামিম ইকবাল। খেলোয়াড়ি জীবন শেষে ক্রিকেট বোর্ডে যুক্ত হয়ে অবদান রাখার ইচ্ছা থাকলেও আপাতত সেই পথ বন্ধ হয়ে গেল।
তামিম না থাকায় বিসিবির পরিচালক পদে লড়াইয়ের সমীকরণ কিছুটা বদলে যাবে বলে মনে করছেন অনেকে। তার অনুপস্থিতিতে অন্য প্রার্থীদের জন্য সুযোগ বেড়ে যেতে পারে।