আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা করা আন্তর্জাতিক জাহাজবহর ‘সুমুদ ফ্লোটিলা’ জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি পৌঁছানোর পর ইসরাইলি নৌযানগুলো তাদের চারপাশে বিপজ্জনক ও আতঙ্কজনক আচরণ করছে।
বুধবার যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে প্রায় ১১৮ মাইল দূরে অবস্থান করার সময় জাহাজবহরটিকে ডুবিয়ে দেওয়ার হুমকি দেয় ইসরাইল। এর কিছু পরেই এ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
মিশনের আয়োজকরা জানান, ইসরাইলি দুটি যুদ্ধজাহাজ দ্রুতগতিতে এসে বহরের দুটি জাহাজ—আলমা ও সিরিয়াসকে ঘিরে ফেলে। এসময় সব ধরনের নেভিগেশন ও যোগাযোগ ব্যবস্থা হঠাৎ অচল হয়ে যায়।
জাহাজে অবস্থানরত আয়োজক থিয়াগো আভিলা এক সংবাদ সম্মেলনে এ ঘটনাকে ইসরাইলি বাহিনীর ‘সাইবার হামলা’ বলে উল্লেখ করেন।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, কিছু যোগাযোগ ব্যবস্থা আংশিকভাবে পুনরায় সচল হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও ইসরাইলি কর্মকর্তারা কোনও প্রতিক্রিয়া জানাননি।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে পরিচিত এই বহরে রয়েছে ৪৫টি বেসামরিক নৌকা ও জাহাজ। এতে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০০ জন নাগরিক অংশ নিয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ছাড়াও সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন।