নিজস্ব প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন পূজাকে বিঘ্নিত করার জন্য পাহাড়ে একটি ষড়যন্ত্রের চেষ্টা হয়েছিল। তবে সেই ষড়যন্ত্র শেষ পর্যন্ত কার্যকর হয়নি।
তিনি জানান, সেখানে একজনকে আটক করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে প্রমাণিত হয় তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। কিছু সন্ত্রাসী তাকে জোর করে ধরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেছিল। পরে তদন্তে দেখা যায়, সেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। ভুক্তভোগীকে একজন চাকমা ডাক্তার পরীক্ষা করে নিশ্চিত করেন যে, অভিযোগের কোনো ভিত্তি নেই। ফলে ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য সফল হয়নি।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা সর্বজনীন দুর্গা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এ বছর পূজা খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ করে মুন্সীগঞ্জে পূজার পরিবেশ আরও শান্তিপূর্ণ। এজন্য জেলা প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোও শান্তিপূর্ণভাবে কেটে যাবে।
এসময় সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো. ইব্রাহীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।