আন্তর্জাতিক ডেস্ক:
ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র ১৩টি নৌযান আটক করেছে ইসরাইলি বাহিনী। একই সঙ্গে ৩৭টি দেশের ২০০ জনেরও বেশি যাত্রীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সংগঠনের মুখপাত্র সাইফ আবু কেশেক জানান, আটক হওয়া যাত্রীদের মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন রয়েছেন। তবে নৌযান আটক ও যাত্রীদের ঘেরাওয়ের পরও তাদের মিশন থেমে নেই। এখনো প্রায় ৩০টি নৌকা গাজার উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, অংশগ্রহণকারীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন যাতে ভোরের মধ্যেই গাজায় পৌঁছানো যায়।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছানোর একটি বৈশ্বিক উদ্যোগ। এতে রয়েছে ৪০টিরও বেশি বেসামরিক নৌযান এবং ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ। তাদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের প্রতিনিধিরা, ইউরোপীয় পার্লামেন্টের সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিকরা।
প্রথম বহরটি গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বর তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে এবং পরবর্তীতে গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও কয়েকটি নৌযান এতে যোগ দেয়। বর্তমানে পুরো বহরে ৪০টির বেশি নৌযান রয়েছে।
ইসরাইল শুরু থেকেই দাবি করে আসছে, এই নৌবহরের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সম্পর্ক রয়েছে। তবে তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। যাত্রাপথে বাধা না পেলে বৃহস্পতিবার সকালেই বহরটি গাজায় পৌঁছানোর কথা ছিল।