৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসবের মহোৎসবের শেষ দিন বিজয়া দশমী বৃহস্পতিবার যথাযোগ্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দীঘিনালায়। উপজেলার নয়টি পূজামণ্ডপে সকাল থেকে ভক্তদের উপস্থিতিতে শুরু হয় পুষ্পাঞ্জলি ও সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা।

সকাল সাড়ে ১০টার দিকে পূজার পর শুরু হয় অঞ্জলি প্রদান। হাতে হাতে ফুল নিয়ে ভক্তরা পুরোহিতের সঙ্গে মন্ত্রোচ্চারণে অংশ নেন। মন্ত্রপাঠ শেষে উলুধ্বনি ও শঙ্খধ্বনির মধ্যে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। ভক্তদের ভিড় বাড়তে থাকায় একাধিকবার অঞ্জলি দেওয়ার ব্যবস্থা করা হয়।

বেলা ১১টার দিকে শুরু হয় সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা। ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেবীকে সিঁদুর মাখিয়ে প্রণাম জানান। এরপর একে অপরকে সিঁদুর মেখে আনন্দ ভাগাভাগি করে নেন। শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপ এলাকা।

দুপুরের পর অনুষ্ঠিত হয় আরতি ও শোভাযাত্রা। পরে বিকেল পাঁচটায় মাইনি নদীতে আনুষ্ঠানিকভাবে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দুর্গোৎসব চলাকালীন দীঘিনালার নয়টি পূজামণ্ডপে সর্বক্ষণ কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলা প্রশাসন ও দীঘিনালা জোনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে এবারের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top