মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শারদীয়া দুর্গাপূজা। দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমীতে রাজবাড়ী শহরের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মোঃ আসলাম মিয়া।
এসময় জেলা বিএনপির আহবায়ক অ্যাড. মোঃ লিয়াকত আলী বাবু, রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হোসেন মিয়া, অ্যাড. আসলাম মিয়ার সহধর্মীনি স্কুল শিক্ষক ফরিদা ইয়াসমিন শিখা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন গাজী, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান সহ জেলা, উপজেলা, পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুরে বিএনপি নেতা অ্যাড. আসলাম মিয়া রাজবাড়ী শহরের বিবেকানন্দ হরিজন পল্লীর পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে তিনি শহরের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করে সনাদন ধর্মাবলম্বীদের সাথে কুশল বিনিময় এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌছে দেন। এর আগে তিনি রাজবাড়ী ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন।