৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

মান্নাকে ধন্যবাদ জানালেন এনসিপি নেতা সারজিস আলম

নিজস্ব প্রতিনিধি:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এনসিপিকে শাপলা প্রতীক দিলে কোনো মামলা করবেন না—মান্নার এমন অঙ্গীকারের প্রতিক্রিয়ায় সারজিস এই ধন্যবাদ জানান।

এর আগে মান্না তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিখেছিলেন, যদি তাকে জাতীয় প্রতীকের কারণে শাপলা প্রতীক না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকেই দিতে পারে না। এনসিপির নেতারা তার সঙ্গে দেখা করেছেন। জুলাই অভ্যুত্থানকারীদের বয়স, অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের বিষয় বিবেচনা করে তিনি তাদের প্রতি সহানুভূতিশীল হয়েছেন। মান্না বলেন, শাপলা প্রতীক যদি এনসিপিকে দেওয়া হয়, তবে তিনি কোনো মামলা করবেন না।

তার এই অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির বহু নেতা। মান্নার পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ লিখেছেন—“ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী কী বাহানা দেবেন? নিজেকে বিতর্কিত না করে দ্রুত এনসিপিকে শাপলা প্রতীক দিন।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top