নিজস্ব প্রতিনিধি:
মিডল অর্ডার কিংবা লোয়ার মিডল অর্ডারের ধস যেন এখন বাংলাদেশের ব্যাটিং অর্ডারের পরিচিত দৃশ্য। তবে সেই ধস সামলে নিয়ে ম্যাচ জেতার কৌশলও যেন অভ্যাসে পরিণত হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও একই চিত্র দেখা গেল। রান তাড়ায় নেমে মাঝপথে পথ হারালেও শেষ পর্যন্ত নুরুল হাসান সোহান আর শরীফুল ইসলামের ব্যাটে ভর করে বাংলাদেশ নিশ্চিত করেছে সিরিজ জয়।
প্রথম ম্যাচে রিশাদ হোসেন ছিলেন সোহানের সঙ্গী, আজ তার পাশে ছিলেন শরীফুল। শেষদিকে অসাধারণ ভূমিকা রাখেন তিনি। দশ নম্বরে নেমে ৬ বলে ১১ রান করে হয়ে উঠলেন অপ্রত্যাশিত নায়ক। শেষ ওভারের প্রথম বলেই আজমতউল্লাহকে লং অন দিয়ে চার মেরে জয় নিশ্চিত করেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশ লক্ষ্যে পৌঁছায় ৫ বল হাতে রেখে, ২ উইকেটের রুদ্ধশ্বাস জয় নিয়ে।
আফগানিস্তান আগে ব্যাট করে তোলে ২০ ওভারে ১৪৭ রান। বল হাতে শরীফুল শুরুতেই ছিলেন দারুণ। প্রথম তিন ওভারে দেন মাত্র ৯ রান। পরে ডেথ ওভারে ইয়র্কারে বোল্ড করেন ৩০ রান করা রহমানউল্লাহ গুরবাজকে। নাসুম আহমেদও বোলিংয়ে আলো ছড়ান, ৪ ওভারে ২৫ রান খরচায় নেন ২ উইকেট। রিশাদও শিকার করেন ২ উইকেট। সাইফউদ্দিন উইকেট না পেলেও ৪ ওভারে দেন মাত্র ২২ রান।
জবাবে বাংলাদেশের শুরুটা ছিল কঠিন। ২৪ রানের মধ্যেই সাজঘরে ফেরেন ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন—দুজনেই করেন মাত্র ২ রান। এরপর সাইফ হাসান আউট হন ১৮ রানে।
মাঝের ওভারে দলকে চাঙা করে তোলেন শামীম হোসেন পাটোয়ারী ও জাকের আলী। জাকের ২৫ বলে ৩২ রান করেন, শামীম খেলেন ২২ বলে ৩৩ রানের ঝলমলে ইনিংস। তবে এরপর লোয়ার মিডল অর্ডারে হঠাৎ ধস নামে, ৭ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট।
শেষ সময়ে ভরসা হয়ে দাঁড়ান নুরুল হাসান। তার ২১ বলে ৩১ রানের ইনিংস দলকে জয়ের কাছাকাছি নিয়ে যায়। আর শেষ কাজটা করেন শরীফুল ইসলাম।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ফলে শেষ ম্যাচ বাকি থাকতেই ট্রফি নিশ্চিত করল টাইগাররা।