মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজের গৌরব ঐতিহ্যের ৫৮ বছর পূর্তি উপলক্ষে দুইদিনব্যাপী সুবর্ণ জয়ন্তী উদযাপন উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকালে বালিয়াকান্দি সরকারি কলেজের আয়োজনে কলেজ মাঠে সকল শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্খী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে ৫৮ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। বালিয়াকান্দি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহনেওয়াজের সভাপতিত্বে ও বালিয়াকান্দি কলেজের প্রাক্তন শিক্ষার্থী সোহানি সিরাজ কনার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত সচিব ও বিআরটিসি’র চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার, ইসলামী বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর মোঃ ফারুকুজ্জামান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের আঞ্চলিক পরিচালক অধ্যাপক ফকীর নুরুজ্জামান, পররাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ফাল্গুনি বাগচী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন প্রমুখ। এসময় কলেজের ৭ শতাধিক নিবন্ধিত নারী-পুরুষ প্রাক্তন শিক্ষার্থী, কলেজের সমাজ বিজ্ঞানের বিভাগীয় প্রধান সাবেরা বেগম (মিনি), সাবেক অধ্যক্ষ কুমারেশ চন্দ্র সরকার, অমরেশ চন্দ্র রায়, আতিয়ার রহমানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শনিবার বিভিন্ন কর্মসূচি ও সন্ধ্যায় সাংস্কৃতি মাধ্যমে শেষ হয়।