৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়নে ছাত্র জনতার দশ দফা দাবিতে অবস্থান কর্মসূচি

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটির ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান উন্নয়নে দশ দফা দাবিতে সোমবার সকাল ৯:৩০ মিনিট থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছে ছাত্র জনতা।উপজেলার প্রায় দুই লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দায়িত্ব নিয়ে দাড়িয়ে থাকা হাসপাতালটিতে নানান সংকটে ধুকছে স্বাস্থ্য সেবা।চিকিৎসক সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত হাসপাতালটিকে বাচিয়ে তুলতে এই অবস্থান কর্মসূচি শুরু করেছে স্বাস্থ্য খাত সংস্কার আন্দোলনের নলছিটির ছাত্র ও জনতা।

জানা গেছে হাসপাতালটিতে প্রায় এক যুগ ধরে বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার,আলট্রাসনোগ্রাম মেশিন থাকলেও অচল হয়ে পরে আছে সেটি।এছাড়াও চিকিৎসক পদায়ন, সকল প্যাথলজিক্যাল টেস্ট চালু করা,ডিজিটাল এক্সরে চালু সহ দশ দফা দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।তাদের দাবিগুলো হলো-
১।যত দ্রুত সম্ভব সকল শূন্যপদে এমবিবিএস চিকিৎসক পদায়ন।
২।বন্ধ থাকা অপারেশন থিয়েটার চালু করানো,অন্তত সপ্তাহে তিন দিন সিজারিয়ান সেকশন চালু করা।
৩।বন্ধ থাকা আলট্রাসনোগ্রাম মেশিন চালু করা
৪।নতুন ডিজিটাল এক্সরে মেশিন বরাদ্দ আনানো।
৫।প্যাথলজিতে রক্ত পরিসঞ্চালন,ডেঙ্গু,টাইফয়েড,সেরাম ক্রিয়িটিনিন,লিপিড প্রোফাইল সহ সকল টেস্ট চালু করা এবং রক্তের ক্লাবের অনুমোদন ও হাসপাতালে রুম বরাদ্দ দেয়া।
৬।লোড শেডিং বা প্রাকৃতিক দুর্যোগকালীন সময়ের জন্য হাসপাতালে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা করা বা পুরো হাসপাতালে সোলার পাওয়ারিং করা।
৭।অচল সব পানির ফিল্টার সচল করানো।
৮।সরকারিভাবে ভর্তি ও আউটডোরে রোগীদের জন্য সম্ভাব্য সকল ঔষধের ব্যবস্থা করা।
০৯।নিরবচ্ছিন্ন এম্বুলেন্স সার্ভিস নিশ্চিতকরনে পর্যাপ্ত জ্বালানি তেল বরাদ্দ করন।
১০।সামান্য রোগে বরিশাল রেফার বন্ধ করা এবং রোগীদের সার্বিক হয়রানি বন্ধ করতে হবে।।

এসময় আন্দোলনকারীরা জানিয়েছেন দাবি আদায়ে যথাযথ নিশ্চয়তা দেয়ার আগ পর্যন্ত তাদের এ আন্দোলন চলবে।
আন্দোলনে সংহতি জানিয়ে একাত্মতা প্রকাশ করেছে নলছিটি উপজেলা হেফাজতে ইসলাম,ইসলামি ছাত্র আন্দোলন এবং নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদল।এছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ,সেবা গ্রহিতা,শ্রমিকরা এ আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top