৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন, ফলাফল আসতে পারে সন্ধ্যায়

নিজস্ব প্রতিনিধি:

বহুল আলোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।

তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই শুরু হয়েছে গণনা কার্যক্রম। সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহ-সভাপতি পদে নির্বাচন।

যদিও কয়েকজন প্রভাবশালী প্রার্থী নির্বাচন বয়কট করেছেন, তবুও ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে। নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ৪৩ জন এবং সি ক্যাটাগরি থেকে ৪৪ জন ভোট দিয়েছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top