৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিসিবি নির্বাচনে ২৫ পরিচালক চূড়ান্ত, এবার সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে পরিচালনা পরিষদের ২৫ সদস্যের ফল ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে দু’জন পরিচালক মনোনীত হয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ক্যাটাগরি-১ থেকে নির্বাচিত পরিচালকরা হলেন: ঢাকা বিভাগের নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল, চট্টগ্রাম বিভাগের আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর, খুলনা বিভাগের আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান, বরিশাল বিভাগের সাখাওয়াত হোসেন, সিলেট বিভাগের রাহাত শামস, রাজশাহী বিভাগের মোখলেসুর রহমান এবং রংপুর বিভাগের হাসানুজ্জামান।

ক্যাটাগরি-২ বা ঢাকার ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ১২ জন পরিচালক হলেন: ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান এবং নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ বা সাবেক ক্রিকেটার এবং সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কোটা থেকে নির্বাচিত একজন পরিচালক হলেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে হারিয়ে নির্বাচিত হয়েছেন।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে নির্বাচিত হয়েছেন এম ইসফাক আহসান এবং ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

নির্বাচিত মোট ২৫ পরিচালকের ভোটে আগামীতে বিসিবি সভাপতি এবং দুইজন সহ-সভাপতি নির্বাচন করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top