৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পদুনাপুরে ব্রিজ নির্মাণে নৌচলাচল ও গবাদি পশুর খাদ্যসংকটের আশঙ্কা

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলার পদুনাপুর গ্রামের গোবিন্দা কাই নদীর ওপর পুরনো ব্রিজের পাশে একটি নতুন ব্রিজ নির্মাণের কাজ চলছে। কিন্তু স্থানীয়দের অভিযোগ—নতুন ব্রিজটি যদি পুরোনোটির তুলনায় প্রায় এক ফুট নিচু করে ঢালাই করা হয়, তাহলে নদীপথে নৌচলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এর ফলে আশপাশের শতাধিক পরিবারের জীবন-জীবিকা ও গবাদি পশুর খাদ্যসংগ্রহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

স্থানীয়দের মতে, শীত ও বর্ষা—দুই মৌসুমেই গ্রামের বহু মানুষ নৌকা ব্যবহার করে নদীপারের চর ও হাওর অঞ্চলে গিয়ে গবাদিপশুর জন্য ঘাস সংগ্রহ করেন। কিন্তু ব্রিজ নিচু হলে নৌকা চলাচল বন্ধ হয়ে পড়বে, ফলে ঘাস কাটা বা পরিবহন করা অসম্ভব হয়ে উঠবে। এতে শুধু গরু-বাছুর নয়, মানুষের জীবিকাও ক্ষতিগ্রস্ত হবে।

স্থানীয় বাসিন্দা মোঃ রুমান আহমেদ বলেন, “আমাদের দুই-তিনটা গরু আছে। শীতকালে ঘাস কাটতে নৌকা ছাড়া উপায় নেই। যদি ব্রিজটা নিচু করে দেওয়া হয়, তাহলে আমরা চর পর্যন্ত যেতে পারব না। এতে গরুগুলো খিদায় কষ্ট পাবে, আর আমাদের আয়ও বন্ধ হয়ে যাবে। এটা শুধু রাস্তা নয়—জীবন আর জীবিকার প্রশ্ন।”

আরেক পশুপালক জানান, “যদি গরুর খাদ্য না মেলে, তাহলে তাদের ওজন কমে যাবে, দুধ উৎপাদনও হ্রাস পাবে। এতে পশু চিকিৎসার খরচ বেড়ে যাবে, দরিদ্র পরিবার আরও বিপাকে পড়বে। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে দেখে ব্রিজের উচ্চতা পুরোনোটির সমান বা কিছুটা বাড়িয়ে নির্মাণ করুক।”

এলাকাবাসী জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) এবং এলজিইডি কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন—উন্নয়ন হোক, তবে তা যেন নদীপথ, বর্ষাকালীন পানিপ্রবাহ ও গবাদি পশুর খাদ্যসংগ্রহে বাধা সৃষ্টি না করে। তারা প্রশাসনের কাছে যৌথ পরিদর্শন ও দ্রুত হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন যাতে প্রকল্পকারীরা বাস্তব পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজনীয় পরিবর্তন আনেন।

এলাকাবাসীর স্পষ্ট বার্তা: “নদীপথ বন্ধ মানেই জীবিকা বন্ধ। আমরা চাই ব্রিজটি পুরোনো উচ্চতার সমান বা কিছুটা উঁচু করে ঢালাই করা হোক।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top