৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ডিমলায় পানি উন্নয়ন বোর্ডের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-র জমি দখল করে অবৈধ পাকা স্থাপনা নির্মানের অভিযোগ শিরোনামে গত ৪ সেপ্টেম্বর বিভিন্ন দৈনিক পত্রিকায় সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। খবর প্রকাশের পর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের । বিষয়টি নজরে আনেন ডালিয়া পাউবো কর্তৃপক্ষ। পাউবোর জমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের সত্যতা পাওয়ায় অবৈধভাবে দখল করে নির্মিত ভবন ও তিনটি দোকান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে ডিম দাও উপজেলার নাউতারা ইউনিয়নের তুহিন বাজার নামক স্থানে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে। অভিযানে ২টি অবৈধ পাকা স্থাপনা ও ২টি কাচাঁ স্হাপনাসহ মোট ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন, পাউবোর উপ- বিভাগীয় প্রকৌশলী মো,সালামত ফকির, সহকারী প্রকৌশলী মো,সোহেল রানা ও এস ও মো,হাসেম আলী সহ পাউবোর কর্মকর্তা-কর্মচারীগণ।

জানা গেছে, নীলফামারীর ডিমলার ডালিয়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-র শেষ প্রকল্পের সেচ প্রদানের জন্যে নির্মিত ডালিয়া-জলঢাকা মূল সেচ ক্যানেলের তুহিন বাজার নামক স্থানের ক্যানেল থেকে অতিরিক্ত পানি নাউতারা নদীতে নিষ্কাশনের জন্য নির্মিত আর-১ টি স্কেপের সংরক্ষিত জায়গায় ঔ এলাকার মৃত বাকী সরদারের ছেলে হাফিজুল ইসলাম (৪০) প্রকাশ্যে দিবালোকে পাকা স্থাপনা নির্মাণ করেন।

সরেজমিনে ঘটনা স্থলে গিয়ে দেখা গেছে শারদীয় দুর্গা পুজা উপলক্ষে টানা ৪ দিনের সরকারী ছুটি থাকার সুযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)-র তুহিন বাজার সংলগ্ন মেইন ক্যানেল হতে অতিরিক্ত পানি নিষ্কাশনের জন্য নির্মিত আার টি স্কেপের লোহার বেড়ায় ঘিরে রাখা সংরক্ষিত স্পর্শকাতর এরিয়ার মধ্যে পাকা স্থাপনা নির্মাণ করে।অবৈধভাবে অবৈধভাবে নির্মিত পাকাঁস্থাপনাটি ভেঙ্গে দেয়া হয়েছে।

এ ছাড়াও উচ্ছেদ অভিযানে আর একজন আশরাফুল ইসলাম নামে এলাকার প্রভাবশালী নেতার অবৈধভাবে নির্মানাধীন বহুতল ভবন ভেঙ্গে দেয়া হয়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের তুহিন বাজার নামক স্থানে তিস্তা মুল ক্যানেল সংলগ্ন পাউবোর বেশ কিছু জমি দীর্ঘদিন থেকে ঐএলাকার প্রভাবশালী আনিছুর রহমান (৩৫), মোজাফফর হোসেন (৪০) ও ফরিদুল ইসলাম (৩০) ৩ সহোদর মিলে দখল করে প্লট আকারে এলাকার ব্যবসায়ীদের নিকট বিক্রি করে আসছে। প্রতিটি প্লট এক থেকে দেড় লাখ টাকায় বিক্রি করে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা । ইতিমধ্যে তুহিন বাজার এলাকায় পাউবোর সংরক্ষিত জয়গায় ২০ টি অবৈধ দোকান ঘর গড়ে উঠেছে সে গুলোও ঐ চক্রটি বিক্রি করেছেন । এ ছাড়াও তুহিন বাজার এলাকার মৃত ইছামুদ্দিনের ছেলে প্রভাবশালী রফিকুল ইসলামও ডালিয়া পাউবোর জায়গা দখল করে ৫ টি দোকান ঘরের পজেশন বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে তুহিন বাজার এলাকার একটি প্রভাবশালী ঐ চক্রটি দীর্ঘদিন যাবত অবৈধ দখল দারিত্বের সাথে জড়িত। পানি পানি উন্নয়ন বোর্ডের ব্রিজ ও আর-১ টি স্কেফ এর পকেটের ৭টি সংরক্ষিত স্থানের স্পর্শকাতর জায়গা দখল করে নিয়েছে তারা । সেগুলিও ইতিমধ্যেই দোকান পজেশন আকারে বিক্রি করতে শুরু করেছে ।

এ ব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরীর জানান, তুহিন বাজারে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করায় আজ অবৈধ স্থাপনা গুলোর মধ্যে ২ টি পকা স্থাপনা ২টি আধা পাকা দোকান ঘরসহ ৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকি অবৈধ স্থাপনা গুলো ক্রমান্বয়ে দ্রুততম সময়ের মধ্যে উচ্ছেদ করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top