৯ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৭ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বুকের জোরে ৩৫ বছর ধরে ঘানি টানা বৃদ্ধ মোস্তাকিনের পাশে ইউএনও

মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:

বয়সের ভারে ন্যুব্জ শরীর, তবু থেমে থাকেননি জীবনযুদ্ধে। গরু কেনার সামর্থ্য না থাকায় টানা ৩৫ বছর ধরে নিজের বুকের জোরে তেলের ঘানি টানছেন মোস্তাকিন আলী (৬৫)। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি পাগলাটারি গ্রামের এই বৃদ্ধের পরিশ্রমের গল্প ছুঁয়ে গেছে বহু মানুষের হৃদয়।

সম্প্রতি গণমাধ্যমে ‘বুকের জোরে ঘানি টানছেন বৃদ্ধ মোস্তাকিন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর সহৃদয় মানুষজন ছুটে আসেন তার পাশে—কেউ নগদ অর্থ, কেউ খাদ্যসামগ্রী, কেউ আবার নতুন ঘর নির্মাণের উদ্যোগ নেন।

মানবিক এই উদ্যোগে যোগ দেন উপজেলা প্রশাসনও। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা সরেজমিনে গিয়ে বৃদ্ধ মোস্তাকিন আলীর হাতে ত্রাণ ও সহায়তা তুলে দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে দেওয়া হয় চার বান্ডিল টিন, এক মণ সরিষা, নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী।

এছাড়া এক উদার ব্যক্তি নিজ উদ্যোগে মোস্তাকিনের পুরোনো ছাপড়া ঘরের পাশে নতুন টিনের ঘর নির্মাণ করে দিচ্ছেন। সেই ঘরের পাশেই বসানো হচ্ছে একটি বিদ্যুৎচালিত তেলের ঘানি মেশিন। ফলে ভবিষ্যতে আর তাকে বুকের জোরে ঘানি টানতে হবে না—মেশিনের শক্তিতেই চলবে তার জীবিকার চাকা।

আবেগাপ্লুত মোস্তাকিন আলী বলেন, “আগে সাংবাদিকরা এসে আমার কষ্টের কথা জানায়। তারপর অনেক মানুষ আমাকে সাহায্য করেছে। এখন নতুন ঘর হচ্ছে, মেশিন বসানো হবে—আমি খুব খুশি। ইউএনও সাহেবও এসে সাহায্য করলেন। যারা আমার পাশে দাঁড়িয়েছে, আমি তাদের জন্য দোয়া করব।”

তার স্ত্রী ছকিনা বেগম বলেন, “আমরা খুব গরিব মানুষ। কখনো একবেলা খাই, কখনো না খেয়ে থাকি। এখন অনেক মানুষ আমাদের খোঁজ নিচ্ছে। কেউ চাল-ডাল দিচ্ছে, কেউ টাকা দিচ্ছে। একজন ভাই ঘর করে দিচ্ছেন, ইউএনও সাহেবও সাহায্য করলেন—আমরা অনেক কৃতজ্ঞ।”

স্থানীয় ইউপি সদস্য ডাবলু মিয়া জানান, “মোস্তাকিন আমাদের এলাকার সবচেয়ে পরিশ্রমী ও দরিদ্র মানুষ। গরু না থাকায় নিজের শরীর দিয়ে ঘানি টেনে সংসার চালান তিনি। আগে মাঝে মাঝে আমরা সহযোগিতা করতাম, কিন্তু গণমাধ্যমে খবর আসার পর অনেকে তার পাশে এসে দাঁড়িয়েছে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, “একজন বৃদ্ধ তার নিজের বুকের জোরে ঘানি টেনে সংসার চালাচ্ছেন—এমন খবর গণমাধ্যমে দেখে আমি বিষয়টি জানতে পারি। এরপর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা তাকে সহায়তা দিয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থেকে সহায়তার চেষ্টা করব।”

এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা লোকমান আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবিক এই উদ্যোগের ফলে দীর্ঘদিন ধরে বুকের জোরে ঘানি টানা মোস্তাকিন আলীর জীবনে এসেছে স্বস্তির ছোঁয়া। তার গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে অন্যদের জন্য—দারিদ্র্য ও বয়সের কাছে হার না মানা এক সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি হিসেবে।

এদিকে, বিষয়টি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হলে, দলটির পক্ষ থেকেও সাহায্যের ঘোষণা দেওয়া হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, আগামী ৯ অক্টোবর বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নীলফামারী সফরে এসে কিশোরগঞ্জের ওই হতদরিদ্র মোস্তাকিন পরিবারকে সরেজমিন পরিদর্শন ও সহযোগিতা প্রদান করবেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top